কোহলির ডাবল সেঞ্চুরি একটি উৎকৃষ্ট ইনিংস-ভিভ রিচার্ডস

মাথাভাঙ্গা মনিটর: নিজ দেশের বিপক্ষে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড স্যার ভিভ রিচার্ডস ‘একটি উৎকৃষ্ট ইনিংস’ হিসেবে অভিহিত করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে রিচার্ডস বলেন, আমি মনে করি এটা ছিলো একটি তাৎপর্যপূর্ণ সেঞ্চুরি। স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট মাঠে ডাবল সেঞ্চুরি হাঁকানো একটি কঠিন কাজ, এ থেকেই বুঝা যায় সে কি অর্জন করেছে।

তিনি আরো বলেন, টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে হোটেলে তার সাথে সাক্ষাতের বিষয়টি আমার মনে আছে- আমি শুভ কামনা করেছিলাম। তবে তিনি এতো দূর যাবেন, ডাবল সেঞ্চুরি হাঁকাবেন এমনটা ভাবিনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হলেও একজন ব্যাটসম্যান হিসেবে এমনটা দেখতে পারাটা অত্যন্ত আনন্দের। আমি তার ব্যাটিংয়ের প্রশংসা করছি এবং এটা ছিলো তার একটি উৎকৃষ্ট ইনিংস। রিচার্ডস বলেন, তিনি পুঙ্খানুপঙ্খভাবে দিল্লির এ ব্যাটসম্যানের ব্যাটিং উপভোগ করেছেন। ২৮৩ বলে কোহলির করা ২০০ রানের পর রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে (১১৩) সুবাদে বড় সংগ্রহ দাঁড় করায় ভারতীয়রা। রিচার্ডস বলেন, আমি মনে করছি এটা খুবই বিশেষ কিছু এবং ভালো ইনিংস ও ভালো ব্যাটসম্যানদের ইনিংস দেখে প্রশংসা করা এন্টিগা ও বারবুডার জন্যও। তিনি আরো বলেন, মাঠে যারা উপস্থিত ছিলেন না তারা বিশেষ কিছু মিস করেছেন। কিন্তু আমি দেখেছি এবং প্রথমবারের মতো কোহলির সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি দেখে আমি আনন্দিত। পুরো সময়টা আমি উপভোগ করেছি।