বাফুফেকে এক লাখ ইউরো জরিমানা

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল দলের সাবেক সহকারী কোচ রেনে কোস্টারের বকেয়া বেতন পরিশোধ না করায় বাফুফেকে ১ লাখ ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  গত শুক্রবার ফিফার স্ট্যাটাস কমিটির সভা শেষে এমন সিদ্ধান্ত দেয়া হয়। সভার মোট খরচ এবং কোস্টারের বকেয়া বেতন যোগ করে এ জরিমানা ধার্য করা হয়। ২০১৩ সালে প্রথম সিলেট বিকেএসপিরা ফুটবল একাডেমির পরিচালনার জন্য কোস্টারের সাথে দুবছরের চুক্তি করে বাফুফে। পরবর্তীতে তাকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও নিয়োগ দেয়া হয়। তবে ২০১৪ সালের জুলাই থেকে পারিশ্রমিক নিয়ে টালবাহানা শুরু করে বাফুফে। ফলে পাওনা আদায়ে ফিফার কাছে নালিশ করেন রেনে কোস্টার। এখন রেনের সাথে সমঝোতার চেষ্টা করছে বাফুফে। রেনে যদি ফিফা থেকে অভিযোগ প্রত্যাহার করে নেন,তাহলে বাড়তি জরিমানা দিতে হবে না বাফুফেকে।