চুয়াডাঙ্গা বিএনপির পৃথক তিন স্থানে পৃথক আয়োজন : পুলিশি বাধার মুখে হয়নি বিক্ষোভ মিছিল

 

 

সরকার হটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে রাজপথ না ছাড়ার অঙ্গকার : ছাত্র ধর্মঘট আজ  

স্টাফ রিপোর্টার: পুলিশের বাধার মুখে চুয়াডাঙ্গা বিএনপির কোনোপক্ষই বিক্ষোভ মিছিল করতে পারেনি। চুয়াডাঙ্গা শেখপাড়াস্থ বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভের ব্যাপক প্রস্তুতি থাকলেও পুলিশি বাধার মুখে শহীদ আবুল কাশেম সড়কে সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে মানববন্ধনের আদলে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির অপর অংশ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে সমাবেত হলে পুলিশ বারনে তারা মিছিল না করলেও মিছিল শুরুর ভঙিমায় ক্যামেরার সামনে দাঁড়ান। সন্ধ্যায় চুয়াডাঙ্গার কেদারগঞ্জস্থ কার্যালয়ে প্রতিবাদসভার আয়োজন করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছর জেল এবং ২০ কোটি টাকা জরিমানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা বিএনপি বিক্ষোভের প্রস্তুতি নিলেও পুলিশি বাধার মুখে পড়ে। এদিকে জেলা ছাত্রদলের দুজন যুগ্মআহ্বায়ক এক বিবৃতিতে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তারেক জিয়াকে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে আজ ২৪ জুলাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বানে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের শেখপাড়ায় রয়েছে জেলা বিএনপির কার্যালয়। এ কার্যালয় থেকে গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়া হয়। মিছিলটি শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়ে। সড়কের ধারেই অনুষ্ঠিত হয় সমাবেশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ওয়াহিদুজ্জামান বুলা, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সরদার আলী হোসেন, বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন, বিএনপি নেতা রেজউল করিম মুকুট, সদর উপজেলা বিএনপির সভাপতি জেলা বিএনপির সদস্য অ্যাড. শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য আবু জাফর মণ্টু, কৃষকদলের সাধারণ সম্পাদক বিএনপি নেতা নাজমুস সালেহীন লিটন, বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, জেলা যুবদলের সদস্য আশরাফ বিশ্বাস মিল্টু, আরিফুজ্জামসান পিণ্টু, তৌফিকুজ্জামান তৌফিক, পৌর যুবদল নেতা হাজি রবিউল হক মল্লিক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সহসম্পাদক জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়াক এম তালহা, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ প্রমুখ। বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মীমাংশিত মামলায় ষড়যন্ত্রমূলকভাবে নতুন করে সাজা দেয়ায় চুয়াডাঙ্গা বিএনপির পক্ষে তীব্র নিন্দা জানিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলন বেগবান করার আহ্বান জানান। একই সাথে বক্তারা সরকারকে হটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা বিএনপির একাংশ গতকাল বিকেলে ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। পুলিশের আপত্তির মুখে মিছিল হয়নি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। বক্তব্য রাখেন থানা বিএনপির প্রচার সম্পাদক অলাউদ্দীন, পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, পৌর বিএনপি নেতা কামরুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদল নেতা আশাদুল হক বটুল, ইকরামুল হক একরা, রাশেদুল ইসলাম রাশেদ, বদর উদ্দীন বাদাল, হাফিজ মেম্বার, মহাসিন মেম্বার, বজলুর রহমান, হাফিজ উদ্দীন হাবলু, আব্দুস সালাম, জেলা তরুণ দলের মাবুদ সরকার প্রমুখ।

এদিকে সন্ধ্যায় চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জেলা বিএনপির সদস্য সদর থানা বিএনপির সহভাপতি অ্যাড. এমএম শাহজাহান মকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা আইনজীবী ফোরামের যুগ্মআহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আইনুর হোসেন পচা, সাবেক সহসভাপতি আরশেদ আলী কালু, জেলা মৎস্যদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্মঅহ্বায়ক শাজাহান খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বর্তমান সরকার ভোটাধিকার হরণ,বাগস্বাধীনতা হরণসহ খুন গুম ত্রাস কায়েম করে ক্ষান্ত নয়, বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করে নিজ উদ্দেশ্য হাসিলের জন্য প্রহসনমূলক রায় ঘোষণা করে বিরোধীদল তথা জিয়া পরিবারের ওপর আমানবিক ন্যক্কারজনকভাবে হয়রানি করছে। নিজে জঙ্গিবাদকে লালন করে জিয়া পরিবার তথা গণতন্ত্রকামী নেতাকর্মীদের হয়রানি করছে। প্রহসনের বিচারের রায় ঘোষণা করে আহেতুক হয়রানি করছে। দেশবাসী এই জুলুম সরকারকে দেখতে চায় না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শামীম হাসান টুটুল ও তানভীর হোসেন রাজীব যুক্ত স্বাক্ষরিত প্রেস নোটে আজ ২৪ জুলাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন। বিএনপির সিনিয়র চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোট টাকা জরিমানার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে এ ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।