আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন আহত

 

আলমডাঙ্গা ব্যুরো: সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে জেলা স্পেশাল ব্র্যাঞ্চের (ডিএসবি) কনস্টেবল শরিফুল ইসলাম এখন ঢাকায় চিকিৎসাধীন। ছুটি শেষে গতকাল শনিবার চাকরিস্থলে চুয়াডাঙ্গা ফেরার পথে আলমডাঙ্গার কালিদাসপুরে তিনি সড়ক দুর্ঘটনায় পতিত হন। তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

জানা গেছে, জেলা  স্পেশাল ব্র্যাঞ্চের (ডিএসবি) কনস্টেবল শফিফুল ইসলাম (৫৫) ছুটিতে ছিলেন। ছুটি শেষে গতকাল শনিবার মোটরসাইকেলযোগে তিনি নিজ বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে চাকরিস্থল চুয়াডাঙ্গায় ফিরছিলেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে তিনি আলমডাঙ্গার কালিদাসপুর ব্রিজের নিকট পৌঁছুলে চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়কের যাত্রীবাহী বাসের সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগলে তিনি রোডের ওপর ছিটকে পড়েন। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকালই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।