দর্শনায় বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তে অবস্থিত বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বদেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। বৈঠকে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার ডিএস রাওয়াতসহ দুই দেশের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিবি ও বিএসএফ’র সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁরকাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং অবৈধভাবে দুই দেশের কোনো নাগরিক যাতে সীমান্ত পারাপার না হয় সেসব বিষয়ে আলোচনা হয়।