চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন : আলমডাঙ্গা ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয় ও সদরের আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত।

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪৫তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বালক হ্যান্ডবল খেলার মধ্যদিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (অ:দা:) মনিমোহন সরকার, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ৪ উপজেলার প্রতিদ্বন্দ্বী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সকালের খেলায় বালক হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয় ও বালক কাবাডিতে চুয়াডাঙ্গা জেলা সদরের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন। বিকেল ৩টা থেকে ফুটবল প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে সদর উপজেলা প্রতিনিধিত্বকারী দল আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে দামুহুদা উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমিফাইনালে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে। পরে টাইব্রেকারে প্রতিদ্বন্দ্বিতায় ৩-২ গোলে ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে জেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হয়। এছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো খেলে জেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।