বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বিএনপির প্রস্তুতি সভা

 

স্টাফ রিপোর্টার: আগামী ১ সেপ্টম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা বিএনপি। সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে দলীয় কার্যালয় সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আন্যতম সদস্য সরদার আলী হোসেন। বিশেষ অতিথ ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির নেতা রেজাউল করিম মুকুট, জেলা আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম রতন, থানা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা জাহিদ মোল্লা।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল মাস্টার, শঙ্করচদ্র ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, বিএনপি নেতা ইলিয়াস, রুবেল, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, তিতুদহ বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ মাস্টারসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সকল বাধা ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেয়ে সকলকে এক কাতারে এসে দলকে সুসংগঠিত হতে ও প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন করতে হবে। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, তাহা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। পরিশেষে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি গত শুক্রবার সন্ধ্যা ৭টায় কেদারগঞ্জস্থ কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, সদর উপজেলা বিএনপির সভাপতি এমএম শাহজাহান মুকুল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, সাবেক দফতর সম্পাদক আইনুর হোসেন পচা, পৌর বিএনপি সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সদস্য থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, বিএনপি নেতা আরশেদ আলী কালু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, যুগ্ম অহ্বায়ক একরামুল হক একরাম, ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহাবুল। আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ, সদর থানার সহসভাপতি এবাদত হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বকুল, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হরুন, ৩ নং ওয়ার্ড জাহিদ হোসেন সোহেল, ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আরিফ হোসেন, পৌর তৃণমূল দলের যুগ্মআহ্বায়ক আব্দুল মমিম খান, আতাউল গনি, আব্দুল মালেক, মোবারক হোসেন প্রমুখ। আলোচনা শেষে ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১০টায় কার্যালয় থেকে ৱ্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহেদ রাজীব খান।