মেহেরপুরে দুই দিনব্যাপী শুভ সাধু সঙ্গ ও লালন উৎসব অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: লালনের আধ্যাত্মিকতা ও তার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা ফতেপুর গ্রামে ফকির দৌলত শাহ’র ১ম তিরোধান দিবস উপলক্ষে দুই দিনব্যাপী সাধুসঙ্গ ও লালন উৎসব অনুষ্ঠিত হয়েছে। দূর-দূরান্ত থেকে লালন ভক্তরা ছুটে আসেন এ উৎসবে। গানে গানে গানে সাইজির দর্শন তুলে ধরেন লালন শিল্পীরা। গতকাল রোববার দুপুরে সেবার মাধ্য দিয়ে শেষ হয় এ উৎসব।

এর আগে শনিবার সকাল থেকে গুরু কার্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। জাত ধর্ম ভূলে গিয়ে পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন জেলা থেকে লালনভক্তরা জড়ো হন সেখানে। ফকির দৌলত শাহ’র প্রথম তিরোধান দিবস উপলক্ষে তার আশ্রমে লালন ভক্তরা সাধুসঙ্গে অংশগ্রহণ করেন। সকালে দৌলত শাহের ভেক খেলাফত গ্রহণ করেন এক লালন অনুসারী। শুভ সাধুসঙ্গ ও লালন উৎসবে অংশগ্রহণ করেন নরসিন্দী থেকে আগত সাধু হুমায়ন শাহ, কুষ্টিয়া থেকে আগত মুক্তার বাউল, বাবুর শাহ, জাতীয় সাধু সঙ্ঘের মেহেরপুর জেলা শাখার জরিপকারী সাধু নাদিম মাস্তান, ওয়াসিমসহ লালন ভক্তরা।