চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক সভা : স্বাস্থ্যবিধি মেনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় পেশাদারিত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঘোষিত লকডাউন শতভাগ বাস্তবায়ন, জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুরি, ছিনতাই অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে, আবাসিক এলাকা, সরকারি স্থাপনাসমূহে অতিরিক্ত ফোর্স মোতায়েন, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন টহল ডিউটি ও আইনশৃংখলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা রোধকল্পে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সকল থানার ওসিকে আহ্বান জানান পুলিশ সুপর জাহিদুল ইসলাম সরকার। এছাড়া দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেক ইউনিটে চৌকস অফিসার-ফোর্সের সমন্বয়ে Quick Response Team গঠন করার নির্দেশ প্রদান করেন। পরিশেষে সকলের সুস্থতা কামনা করে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More