জীবননগর আ. লীগের সম্মেলন আজ : আসতে পারে নতুন চমক

নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ : বর্ণিল সাজে সাজানো হয়েছে সম্মেলনস্থলসহ শহরের প্রধান সড়ক

এমআর বাবু:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটাতে দীর্ঘ ১৮ বছর পর আজ সোমবার জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গোলাম মোর্তুজা-নজরুল-অমল না নতুনদের মধ্যে হাফিজ-জাহাঙ্গীর-ঈশা-হান্নান-শিপলু না কামরুল নেতৃত্ব পেতে যাচ্ছেন সেটিই এখন দেখার বিষয়। অনেকে জীবননগরের এ সম্মেলনকে জেলার অ্যাসিড হিসেবে মন্তব্য করছেন। কারন এ জেলার মধ্যে জীবননগরেই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সম্মেলন সফল হলে জেলার অন্যান্য উপজেলাতে সম্মেলন সফল করা তেমন একটা বেগ পেতে হবে না বলে মন্তব্য। এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। বর্ণিল সাজে সাজানো হয়েছে সম্মেলনস্থলসহ শহরের প্রধান সড়ক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

দলীয় একটি সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সর্বশেষ ২০০৫ সালে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে তৎকালীন বাঁকা ইউপি চেয়ারম্যান গোলাম মোর্তুজা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আধুনালুপ্ত উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন নির্বাচিত হন। ২০১৫ সালে সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন মারা গেলে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলী আহাম্মদ। ২০১৮ সালে তিনি মারা গেলে দলের সাধারণ সম্পাদকের হাল ধরেন উপাধ্যক্ষ নজরুল ইসলাম। গোলাম মোর্তুজা ১৮ বছর ও নজরুল ইসলাম গত ৫ বছর ধরে তাদের দায়িত্ব পালন করছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক যুবলীগ নেতা উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ হোসেন বিশ্বাসের নাম শোনা যাচ্ছে। এর বাইরে থেকে চমক সৃষ্টি করে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনাও রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রচারণায় একাধিক প্রার্থী দাবিদার হবেন বলে জানা গেছে। এবারের কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের ৩৪৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ সোমবার সকাল ১০টায় জীবননগর ইক্ষু ক্রয় সেন্টার প্রাঙ্গণে এ কাউন্সিলর অনুষ্ঠিত হবে। কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

ডেস্ক/এমআরবি/ইউএম/০৬০১

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More