চুয়াডাঙ্গার উজিরপুরে ইজিবাইক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত : রেফার্ড ৩

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৯জন গুরুতর জখম হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কের তাল্লু স্প্রিনিং মিলস এর নিকট এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি জব্দ করে। এ সময় প্রাইভেটকারের চালক পালিয়ে যান। আহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা উজিরপুর গ্রামের মোল্লাপাড়ার গোলাম হোসেনের ছেলে ইজিবাইক চালক সাইফুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের আব্দুল লতিফ ম-লের ছেলে সুমন হোসেন (২৮), বেলগাছি গ্রামের বকচড়পাড়ার মিরাজুল ইসলামের ছেলে ইমন আলী (২৫), ইসলামপাড়ার মৃত শুকুর আলীর ছেলে কামরুল ইসলাম (৪০), সদর উপজেলার দিগড়ী-চানপুর গ্রামের তাহাজুদ্দীনের ছেলে তারিফ হাসান (৩১), একই গ্রামের মৃত তাহাজুদ্দীনের ছেলে সেলিম হোসেন (৩৫), জনৈকের ছেলে লাড্ডু, ক্যানালপাড়ার ঠা-ু (৩৮) ম-লের ছেলে আমিরুল ইসলাম (৫০), সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের ক্যানালপাড়ার মৃত আছির ইদ্দিন সরদারের ছেলে বাদল সরদার (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার সন্ধার দিকে দামুড়হুদা থেকে ৮জন যাত্রী নিয়ে ইজিবাইক চুয়াডাঙ্গার উদ্দেশ্য ছেড়ে আসে। উজিরপুর গ্রামের তাল্লু স্প্রিনিং মিলস’র নিকট পৌঁছুলে দ্রুতগামীর সাদা কালারে এ প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-৩৫-৭৮৬৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ ৯জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়েছে। এ সময় প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, আহতের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, তাল্লু স্প্রিনিং মিলসের সামনে ইজিবাইক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নয়জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি জব্দ করেছে। প্রাইভেটকারের মালিকের শনাক্তসহ অভিযুক্ত চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More