আলমডাঙ্গার কয়রাডাঙ্গা মাঠ থেকে আবারো ট্রান্সফারমার চুরি

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার কয়রাডাঙ্গা মাঠ থেকে আবারো গত রোববার রাতে সেচ প্রকল্পের কাজে ব্যবহৃত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩ টি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এর ৩দিন আগে গত বুধবার একই মাঠ থেকে ২ টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ঐ এলাকার কৃষকদের মধ্যে ট্রান্সফরমার চুরির আতংক ছড়িয়ে পড়েছে এবং সেচ সুবিধা বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঐ মাঠের কৃষকরা।
জানাগেছে, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের কোরমান বিশ্বাসের দুই ছেলে ছানোয়ার ও রতন এবং জাবেদের ছেলে মিকাইল আলী, কয়রাডাঙ্গা গ্রামের মাঠে অনান্য কৃষকদের সাথে তিনটি ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে মাঠে সেচ সুবিধা দিয়ে থাকেন।
ভূক্তভোগিরা জানান, গত সোমবার সকালে মাঠে গিয়ে দেখি আমাদের সেচ লাইনের ট্রান্সফারমার খাম্বার সাথে নেই। পাশা পাশি তিনটি পোল থেকে চোরেরা ট্রান্সফরমার ৩টি চুরি করে নিয়ে গেছে।
সকাল সাড়ে নয়টার দিকে আমরা পল্লী বিদ্যুৎ সমিতির আসমানখালী অভিযোগ কেন্দ্রে চুরির বিষয়টি জানায়।
বৈদ্যুতিক বিতরণ লাইনে স্থাপিত মালামাল এভাবে চুরি হলে ভবিষ্যতে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থা ব্যহত হতে পারে।
এবিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের এজিএম মাহফুজুর রহমান জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলমডাঙ্গা থানায় গতকাল মঙ্গলবার একটি এফ আই আর দায়ের করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More