খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও শপথ

স্টাফ রিপোর্টার: “রাজনীতি নয় ভালো পড়া-লেখা করে দেশের কল্যাণে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গন সন্ত্রাস ও ছাত্র রাজনীতিমুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সর্বদা বিশ্ববিদ্যালয়ের আইন-কানুন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও ঐতিহ্য অক্ষুণœ রাখতে হবে এবং সকল প্রকার অসামাজিক কর্মকা- থেকে বিরত থাকতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের (২০২৪-২০২৫) ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রেজাউল করিম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি আরো বলেন, বিশ্ববিদ্যালয়কে মাদক ও র‌্যাগিংমুক্ত রাখিতে সর্বদা সচেষ্ট থেকে শিক্ষাজীবন শেষে দেশ ও জাতির কল্যাণে তেমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। গতকাল বুধবার সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনার কৃতি সন্তান পাবনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর- রশিদ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী, সামাজিক বিজ্ঞান ডিসিপ্লিন-এর ডিন প্রফেসর এস কে শারাফাত হোসেন ও ফাইন আর্ট ডিসিপ্লিন-এর (ভারপ্রাপ্ত) ডিন প্রফেসর ড. সিরাজুল হাকিম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আই কিউএসি) এর সহকারি পরিচালক প্রফেসর ড.এসএম তৌহিদুর রহমান। পবিত্র কালামে পাক থেকে শুরু হওয়া অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ (২০২৪-২০২৫)-এর নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আই কিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে বাংলা কবিতা আবৃত্তি করেন স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিবা ইসলাম নীলা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More