স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাজরাহাটিতে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ৬নং ওয়ার্ড মহিলাদল হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ফাতিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন জোয়ার্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মো. আজম আলী, মহিলা দলের নেত্রী রহিমা খাতুন, কর্মীসভা শেষে সবার সম্মতিতে ৬ নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ফাতিমা খাতুন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুয়ারা বেগম, সাধারণ সম্পাদক শিরিনা বেগম, যুগ্ম-সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক মরিয়ম খাতুন, সহ- সাংগঠনিক সম্পাদক ফজিলা বেগমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.