স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভি.জে) সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান বিপ্লবকে জনস্বার্থে বদলি করা হয়েছে। গত ৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক আদেশে তার বদলীর আদেশ কার্যকর করা হয়েছে। তাকে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বদলি করা হয়েছে। সিনিয়র শিক্ষক (গণিত) মাসুদুর রহমান বিপ্লবকে বদলি করায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে একাধিক অভিভাবক এ প্রতিবেদকের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।গত ৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক আদেশে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভি.জে) সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান বিপ্লবকে জনস্বার্থে বদলি আদেশ জারি করা হয়েছে। যার স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৬.১৯.০০১.২৪-৯৩৭, তারিখ-০৩ জুলাই’২০২৫। জনস্বার্থে তার এই বদলীয় আদেশ কার্যককর করা হয়েছে বলে জানা গেছে। তাকে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় হতে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বদলী করার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) মাসুদুর রহমান বিপ্লব’র বদলীয় আদেশ চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিবাবকদের মধ্যে এক রকম স্বস্তি ফিরে এসেছে। একাধিক অভিভাবক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মাসুদুর রহমান বিপ্লব স্যার আমাদের ছেলেদেরকে তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করতেন। প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অকৃতকার্য করাসহ নানা রকম স্বাস্তিমূলক ব্যবস্থা করবেন বলে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন, শ্রেণিকক্ষেও নানা প্রকার শাস্তিমূলক ব্যবস্থা করতেন। সিনিয়র শিক্ষক (গণিত) মাসুদুর রহমান বিপ্লবকে জনস্বার্থে এমন বদলি আদেশে বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরে আসবে বলে অবিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.