জীবননগর ব্যুরো: জুলাই আন্দোলন উপলক্ষ্যে স্কুল পর্যায়ে ছবি অঙ্কন এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ছবি অঙ্কন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি হাসানুজ্জামান হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সাংবাদিকসহ স্কুলের ছাত্র-ছাত্রী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা বাড়াতে সাহায্য করবে। জুলাই আন্দোলন যা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ঐতিহাসিক ঘটনার স্মরণে পালিত হচ্ছে। বিশেষ করে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, স্বাধীনতা সংগ্রাম বা পরিবেশ বিষয়ক ছবি আঁকতে পারবে। বিশেষ করে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে স্কুল পর্যায়ে এই ধরনের কর্মসূচী শিক্ষার্থীদের মধ্যে দেশ ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে। পরে বৃক্ষরোপণ শেষে অতিথিবৃন্দরা জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের দেয়ালে আঁকা ছবি দেখেন এবং প্রশংসা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.