টপ-থ্রি থেকে সরে গেল ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো টপ-থ্রি থেকে সরে গিয়েছে বিশ্বের স্বনামধন্য অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের দ্য টাইমস ও দ্য সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় দুটি। যা ৩২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল।

র্যাঙ্কিং অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকনোমিক্স (এলএসই) প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ, আর তৃতীয় স্থানে উঠে এসেছে ডারহাম বিশ্ববিদ্যালয়।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ চতুর্থ। ওই বছর এলএসই এক লাফে প্রথম স্থানে উঠে আসে এবং সেন্ট অ্যান্ড্রুজ দ্বিতীয় হয়।

এবারের র্যাঙ্কিংয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়কে ইয়ার ইউনিভার্সিটি ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গত বছর পঞ্চম স্থান থেকে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে।

দ্য টাইমস ও দ্য সানডে টাইমস ১৯৯৩ ও ১৯৯৮ সাল থেকে এই বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করে আসছে। তবে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থান ধরে রেখেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More