আলমডাঙ্গা ব্যুরো: আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আলসডাঙ্গায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘চলো চলো, ঢাকা চলো, জাতীয় সমাবেশ সফল করো’ এই সেøাগানে আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভা যাত্রাটি শহর প্রদক্ষিণ করে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভা যাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের হাইরোডের আব্দুল মজিদ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, পৌর জামায়াতের আমির মাহের আলী। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মুসলেম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.