বেলচা কোদাল ঝাড়ু হাতে ঝিনাইদহ শহর পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি: হাতে বেলচা, কোদাল, ঝাড়ু নিয়ে ছুটছেন একদল তরুণ শিক্ষার্থী। শহরের অলিগলিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করছেন। সাধারণ মানুষকে বোঝাচ্ছেন কীভাবে যত্রতত্র ময়লা-মাটি থেকে রক্ষা পাওয়া যায়। হাতের কাছে পলিথিন দেখলেও তা সংগ্রহ করছেন। প্রচারণা চালাচ্ছেন পলিথিনের বিরুদ্ধে। জুলাইয়ের চেতনাতে জাগ্রত করে তুলতে ঝিনাইদহে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পলিথিনবিরোধী অভিযান শুরু করেছেন ওই শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে শহরের দেবদারু অ্যাভিনিউতে তারা পরিচ্ছন্নতা অভিযান চালান। এই দলে আছেন ঝিনাইদহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫শিক্ষার্থী। পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থী ইলমা খাতুন বলেন, তারা ‘স্বচ্ছ শহর সজাগ ইতিহাস’ কর্মসূচির ওপর কাজ করছেন। তাদের এই কাজে সহযোগিতা করছে ঝিনাইদহ জেলা পরিষদ। তিনদিন চলবে তাদের এই কার্যক্রম। আগামী বুধবার তারা এই কার্যক্রম শেষ করবেন। এই কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, স্থান পরিষ্কার করা হচ্ছে। যেখানে ময়লা দেখছেন সেখান থেকে শুধু ময়লা সংগ্রহ নয় স্থানীয় বাসিন্দাদের এই ময়লা যত্রতত্র না ফেলার জন্যও পরামর্শ দেয়া হচ্ছে। শিক্ষার্থী পলাশ বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা উদ্যোগ নিয়েছি যাতে অন্যরাও এই কাজে অনুপ্রাণিত হয়। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতেই হবে। এই কর্মসূচির মাধ্যমে শুধু শহর পরিষ্কার নয়; বরং পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে চাই।’ এ বিষয়ে ঝিনাইদহ শহরের আরাবপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের এই কাজের মাধ্যমে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে। জানিয়ে দেয়া হচ্ছে কীভাবে নিজের শহর পরিষ্কার রাখতে হয়। পাশাপাশি পলিথিনের ক্ষতিকর দিকও তুলে ধরা হচ্ছে। শিক্ষার্থীদের এই অভিযান শহরবাসীকে সচেতন করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More