মহেশপুর পুনরায় বিএনপি দলে ফিরে এলো হেলাল উদ্দিন

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পৌরসভার মাছ বাজারে ব্যবসায়ী হেলালউদ্দিন আর আনিচুরের পুরানো দন্ড মিটিয়ে দিলো পৌর বিএনপির নেতৃবৃন্ধরা এবং সব রাগ অভিমান ভুলে ২ জনের হাত এক করে দিলো। বিএনপি দলে পুনরায় ফিরে এলো বিএনপির কৃষক দলে সিনিয়র নেতা হেলালউদ্দির।
গতকাল সোমবার দুপুরে মহেশপুর পৌর সভার মাছ বাজারে বিএনপির নেতৃবৃন্ধরা উপস্থিত থেকে হেলালউদ্দিন আর আনিচুরের ২ হাত মিলেয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন ৬নং নেপা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইসারুল হোক গাজী,থানা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান, পৌর যুব দলে সভাপতি হারুন,তারেক পরিষদের সভাপতি এবং ৭নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক মো. খালেক, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি (অব্যহতি) সুজানুর রহমান, নেপা বন ও পরিবেশ বিষয়ক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নেপা ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ছাত্র নেতা ইমন আহম্মেদ প্রমুখ। এ সময় ইসারুল হোক গাজী বলেন, হেলাল উদ্দিন আর আনিচুরের মধ্যে একটা বিষয় নিয়ে দন্ড লাগে তাই রাগ অভিমানে বিএনপি দল থেকে জামাতে যোগ দেওয়ার চিন্তা করে। আমরা যখন দন্ডের বিষয়টি জানতে পারি তখন সবাইকে নিয়ে এক হয়ে আজকে দন্ড মিটিয়ে ২ হাত এক করে দেই। আর হেলাল উদ্দিন পুনোরায় বিএনপি দলে যোগ দেয় বলে ঘোষনা করে। এ বিষয়ে আরো অলিয়ার রহমান বলেন হেলাল উদ্দিন ২৫ বছর ধরে মহেশপুর বাজারে মাছ ব্যবসা করে আসছে। যে কোন কারণ বসত মাছ আরতের সামনে আনিচুরের সাথে একটা দন্ড হয় এবং সে অনেক কষ্ট পায়। সেই কষ্টের কারণে জামাতে যোগ দেওয়ার কথা ভাবে। সেসব ভুলবোঝা অবসান ঘটিয়ে আনিচের সাথে আপস করে আজ এই মাছ বাজারে দুই হাত মিলিয়ে দিয়ে গেলাম। এখন থেকে সবাই সুন্দর ভাবে মাছের ব্যবসা করবে। আনিচুর রহমান আর হেলালউদ্দিন বিএনপি করে তারা বিএনপি সমর্থক এতে কোন সন্দেহ নেই।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More