স্টাফ রিপোর্টার:নাগরিক সংগঠন ‘সুজন–সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে এবং সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় চুয়াডাঙ্গায় গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি সকাল ১০টায় সরোজগঞ্জ বাজারে প্রথম প্রদর্শনী শুরু হয়। এরপর সকাল সাড়ে এগারোটায় ডিঙেদহ বাজারে এবং বিকেল ৩টায় বড়বাজার জামে মসজিদ সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গনে পথনাটক মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, সভাপতি, সুজন–সুশাসনের জন্য নাগরিক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামীম রেজা ডালিম, সভাপতি, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ফোরাম; মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ; ইকবাল আনতাহার তাজ, সভাপতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এবং মানি খন্দকার, সেক্রেটারি, চুয়াডাঙ্গা আইনজীবী ফোরাম।
এছাড়াও সুজন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সদস্য ও শুভানুধ্যায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পথনাটকের মাধ্যমে গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলে।
বিকেল ৪টা ১০ মিনিটে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.