অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার করায় অভিনেত্রী প্রভার ক্ষোভ

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পরও নিজেকে অভিনয়ে যুক্ত রেখেছেন। শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সরব। এবার বিতর্কিত এক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে একটি ভিডিও বার্তায় প্রভা অভিযোগ করেন, ‘ট্রাভেল ট্র্যাকারস’ নামের একটি এজেন্সি অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে।

এসব ছবি তারা নিজেদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি।

প্রভা বলেন, ‘ট্রাভেল ট্র্যাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই।

তার পরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।’

সতর্ক করে প্রভা বলেন, ‘আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দেইনি। এটা ঠিক না।

অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্র্যাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা কবির ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা ভালো বলতে পারবে।’ পরে তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন প্রভা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত। নিউ ইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে তিনি মেকআপ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More