আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আলমগীর হোসেন লাল্টু ও সাধারণ সম্পাদক মাসুম পারভেজ নাহিদ নির্বাচিত। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নির্বাচনি কেন্দ্র করা হয়। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত চলে এ নির্বাচন। বাংলাদেশ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার ভোটার সংখ্যা ১১৭জন। নির্বাচনে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন। নির্বাচনে ৪টি পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে আলমগীর হোসেন লাল্টু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদ্দাম খান ছাতা প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। সহ-সভাপতি পদে শাহানুর আলম দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬০ ভোট ও আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩৭ ভোট পেয়ে দুজনই নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাসুম পারভেজ নাহিদ আনারস প্রতীকে পেয়েছেন ৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুয়েল আম প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রাশেদুল ইসলাম রাজন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক রিংকু বিশ^াস, ধর্ম সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, আইসিটি সম্পাদক মেহেদি হাসান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কর্মসংস্থান সম্পাদক মিনারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অরুপ কুমার দে, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন আরাফাত, আব্দুল্লাহ আল নোমান, মেহেদি হাসান। নির্বাচন কেন্দ্র পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, পৌর বিএপির সেক্রেটারি জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বণিক সমিতির সভাপতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এম সনজু, আলমডাঙ্গা উপজেলা পরিবশেক সমিতির সভাপতি শেখ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, পরিবশেক সন্টু, মিলন হোসেন, মিজানুর রহমান, সুমিত ভৌতিকা, কন্দ্রীয় কমিটি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নাজির ইমরান, কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ইব্রাহীম শামীম, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ সদস্য হাফিজুল আলম চৌধুরী, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ সদস্য আল আমীন হোসাইন, কসবা উপজেলা শাখা সভাপতি জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর উপজেলা সভাপতি ইমরান আলী, বাগেরহাট জেলা আহ্বায়ক ইজাবুল ইসলাম জসিম, ঝিনাইদহ জেলা সাবেক আহব্বায়ক কামরুল ইসলামসহ বিভিন্ন জেলা ও উপজেলা সভাপতি সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More