কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে স্কুল শিক্ষক, কমিটি ও অভিভাবকদের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে প্রাণিসম্পদের প্রশিক্ষণ রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মাহফুজুর রহমান, সোনালী ব্যাকের এজিএম শামসুল ইসলাম, পৌরসভার সচিব আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
আমাদের ভেতরে কোনো বিভেদ নেই, ধানের শীষ কে বিজয় করতে আমরা ঐক্যবদ্ধ”
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.