চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজে বিদ্যমান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৯ জানুয়ারি আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, আলোকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ইউপি সদস্য মোঃ হাবলুর রহমান, বিশিষ্ট ব্যক্তি মোঃ মশিউর রহমানসহ প্রায় ১৫০ থেকে ১৮০ জন বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনসাধারণ।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। এসব সমস্যা গুরুত্বসহকারে শোনেন প্রধান অতিথিসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি সবাইকে সচেতন হয়ে এসব অপরাধ প্রতিরোধে থানা পুলিশকে তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

সভা শেষে এলাকায় অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এবং নিয়মিত এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More