ডা. রফিকুল ইসলামের পিতা দর্শনার হাজি আজির বক্স’র ইন্তেকাল

দর্শনা অফিস: মেহেরপুর আড়াই শ’ বেড হাসপাতালের তত্বাবধায়ক ও দর্শনা মুক্তি ক্লিনিকের পরিচালক ডা. রফিকুল ইসলামের বাবা হাজি আজির বক্স আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না ………. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজি আজির বক্স গত সোমবার আকস্মিক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকা পিজি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে গত পরশু সোমবার ভর্তি করা হয় এ্যাপোলো হাসপাতালে। এ্যাপালো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। হাজি আজির বক্স শিক্ষা, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। সমাজসেবক হাজি আজির বক্স’র মৃত্যু খবরে নিজ গ্রাম সহ গোটা দর্শনায় শোকের ছায়া নেমে আসে। গতরাতেই হাসপাতাল থেকে দর্শনা ইসলাম বাজারস্থ নিজ বাসভবনে লাশ আনার জন্য রওনা হয়েছে। হাজি আজির বক্স’র বড় ছেলে ডা. রফিকুল ইসলাম জানান, সকাল নাগাদ লাশ নিয়ে পৌঁছাবেন দর্শনাস্থ বাড়িতে। বেলা ১১ টার দিকে কেরুজ বাজার মাঠে প্রথম জানাজার নামাজ শেষে নেয়া হবে দামুড়হুদার কুড়লগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুরস্থ বাড়িতে। সেখানে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হতে পারে। পৃথক দুটি স্থানে জানাজার নামাজে সকলকে শরিক হওয়ার অনুরোধ করেছেন ডা. রফিকুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More