স্টাফ রিপোর্টার: দেশে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে গঠিত দলটির নাম ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি-বিআরপি’। ‘সবার উপরে দেশ’- এই স্লোগান নিয়ে শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে দলটি। বিআরপির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান ও ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম প্রমুখ। এর আগে দলটির আত্মপ্রকাশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেহেদী হাসান জানান, তাদের দলের লক্ষ হচ্ছে- সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা। মেহেদী হাসান বলেন, রাজনীতিকে ব্যবসা নয় বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। আমরা সেসব থেকে ভিন্ন কিছু করতে চাই। আমাদের এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.