খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডে নিজ ঘর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন—আমেনা বেগম (৮৫) ও তার মেয়ে রেহেনা বেগম (৪৫)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাগান টিলার বাড়িতে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে লাশ দু’টি বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন ও রামগড় থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, বাগান টিলা নামক স্থান থেকে দুই মহিলার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.