প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ইতিহাস গড়ছেন ফিলিস্তিনি সুন্দরী নাদিন

প্রথমবারের মতো ফিলিস্তিনের কোনো প্রতিযোগী আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। এবার দীর্ঘ প্রতীক্ষার পর মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ঐতিহাসিক যাত্রার পথিকৃত খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। তিনি ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।

৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করা ২৭ বছর বয়সি এ সুন্দরী মডেল সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি একজন মানবিককর্মী হিসেবেও পরিচিত মুখ। সামাজিক মাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিন জনগণের দুঃখ-দুর্দশা ও ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসের নাহিদ আইয়ুব লিখেছেন—গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করেন। আমি প্রতিটি ফিলিস্তিন নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।

বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন বাড়ছে। বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে মডেল নাহিন আইয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য এক নতুন আলোর প্রদীপ দেখছেন সবাই।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের অংশগ্রহণ এমন এক সময়ে হচ্ছে, যখন গাজায় ইসরাইলির চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More