ফেনসিডিল রাখার দায়ে একজনের ১০ বছর কারদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফেনসিডিল রাখার দায়ে খোরশেদ আলম নামে একজনের ১০ বছর কারদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। দ-প্রাপ্ত খোরশেদ আলম (৫৯) দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগরের মো. রায়াতুল্লাহ গাইনর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ জুলাই দুপুরে দর্শনা জয়নগর গ্রামের পুটুর বাড়ীর সামনে পাঁকা রাস্তার ওপর ভারত হতে একজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে পুলিশ থামতে বলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ দৌঁড়ে খোরশেদ আলমকে আটক করে। এ সময় উদ্ধার করা ১১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) আশরাফুল আলম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) (বি) ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালতের বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. বেলাল হোসেন (পিপি)। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. আলী হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More