মহেশপুর প্রতিনিধি: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন-যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার ম-লের ছেলে কাসমীর ম-ল (৪০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল ম-লের ছেলে চন্দন ম-ল (২২)। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তারা বিজিবির হাতে আটক হন। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া মহেশপুর ৫৮ বিজিবির অধীন নিমতলা ও গয়েশপুর বিওপির পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ৫ বাংলাদেশিকে পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলার প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.