ফারুক রাজ, সাতক্ষীরা:
রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অর্ধ বয়স্ক নারীকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেছে কলারোয়া থানা পুলিশ৷
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হরিতলা মন্দির সংলগ্ন রাস্তার পাশে মুসলিমা ওরফে খালেদা (৫০) নামে এক নারী অচেতন অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কলারোয়া থানা পুলিশ।
অসুস্থ মুসলিমা ওরফে খালেদার কোন স্থায়ী বাড়ি-ঘর নেই, তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের বারান্দায় থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার স্বামীর নাম মৃত নূর আলী।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধায় হরিতলা মন্দির সংলগ্ন রাস্তার পাশে এক নারী অচেতন অবস্থায় পড়ে আছে, ৯৯৯-এর মাধ্যমে এমন খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং ওষুধপত্র ও খাবারের ব্যবস্থা করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে বোরো ধান সংগ্রহে আরও ২৫৭ জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ