আমরা কৃষকদের কাছে চিরঋণী ও কৃতজ্ঞ

আলমডাঙ্গায় চাষাবাদের চারা রোপণ উদ্বোধনকালে জেলা প্রশাসক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় রবি ২০২১-২২ অর্থ বছরেরর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমালয়ে (ংুহপযৎড়হরুব) চাষাবাদের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে যন্ত্রপাতির সহায়তায় সমালয়ে সহায়তায় ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়। আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের মাধবপুর মাঠে ৫০ একর জমিতে কৃষি যন্ত্রপাতির সহায়তায় ধানের চারা রোপণ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় তিনি বলেন, বৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত। এতে ফসল ভালো হয়। অনেকে বলেন, কৃষকরা সোনা ফলায়। আমি বলি সোনার চেয়েও বেশি। সোনা ছাড়া মানুষ বাঁচতে পারে। কিন্তু খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেই খাদ্য কৃষকরা যোগান দেন। কৃষকদেরকে সালাম। কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জাপানিজরা খাবারের আগে খাদ্য প্রস্তুতকারী কৃষকের প্রসংশা করে খেতে বসেন। আমরাও কৃষকদের কাছে চিরঋনী। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আলমগীর শফিউল্লাহ, কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন পালুয়ান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসহাব উল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক খালেক মিয়া, কৃষক সিদ্দিক আলী, মোহাম্মদ আলী, রজব আলী, জাহিদুল ইসলাম, ছানোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, আব্দুর রফিক, জাহিদুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
কৃষক সিদ্দিক আলী বলেন, আমরা সারাজীবন হাত দিয়ে ধানের চারা লাগিয়েছি। প্রতি একর জমিতে ধানের চারা লাগাতে ১৫ থেকে ২০জন শ্রমিক লাগে। কিন্তু বাংলাদেশ সরকার কৃষিকে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আরো সহজ করে নিয়ে এসেছে। এখন এক একর জমিতে ধানের লাগাতে অল্প সময় লাগে। আর খরচও অনেক কম হয়। এই মেশিন দিয়ে ধান লাগাতে পেরে পেরে মাধবপুর গ্রামের কৃষকরা খুব খুশি হয়েছে।
২০২১-২২ অর্থ বছরেরর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রায় ১শ ৫০ জন কৃষকের বীজতলা তৈরি, ধানের বীজ প্রদান, চারা তৈরি, ধানের রোপণ, সারসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এসএল-৮এইচ জাতের ধানের চারা রোপণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More