আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুর রহমান ভেরমকে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় জামজামি আলমডাঙ্গা সড়কের সোহাগমোড় থেকে পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলার জামজামি ইউনিয়নের ভোদুয়া গ্রামের নেকবার আলীর ছেলে আসাুদর রহমান ভেরম (৫০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তিনি এলাকার বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। শুধু ট্যাপেন্টাডল ট্যাবলেটই না তিনি এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রয় করেন। তিনি তার ইউনিয়নের মুধুপুর গ্রামের মিন্টু নামের এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে এসব মাদক পাইকারি কিনে নিয়ে এসে খুচরা বিক্রয় করে বলে জানা যায়। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে জামজামি ক্যাম্পের এসআই সঞ্জিত কুমার সাহা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে জামজামি আলমডাঙ্গা সড়কের সোহাগমোড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের গাড়ি দেখে আসাদুর রহমান ভেরম দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালাতে দেখে পুলিশ তাকে আটক করে পলানোর কারণ জানতে চাইলে সে মাদক ব্যবসার কথা স্বীকার করে। পরে তাকে তল্লাশি করে তার নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় ভেরমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.