স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ফার্মপাড়ার মহিলা মাদক কারবারী রিতু খাতুনকে গাঁজাসহ আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রিতু খাতুনকে ৬ মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। সাজাপ্রাপ্ত রিতু খাতুন (২০) সদর উপজেলার হিজলগাড়ি ফার্মপাড়ার কিয়ামত আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে গতকাল বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। বিকেল ৫টার দিকে সদর উপজেলার হিজলগাড়ি গ্রামের ফার্মপাড়ার মাদককারবারী রিতু খাতুনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও একশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত রিতুকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।