চুয়াডাঙ্গার তিতুদহে জামায়াতের নির্বাচনী কর্মশালায় রুহুল আমিন

জামায়াতের প্রতি বর্তমানে মানুষের প্রত্যাশা বেড়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়েত ইসলামী চুয়াডাঙ্গার তিতুদহে ইউনিয়নের সকল ওয়ার্ডের দায়িত্বরশীলদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়েত ইসলামী তিতুদহ ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের হল রুমে এ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ উদ্দিন মাষ্টার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জেলা আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলামির দায়িত্বশীলদের প্রস্তুতি নিতে হবে। দ্বীনের পথে যারা থাকেন, তারা পরস্পর ভাই-ভাই। এ সম্পর্ক পৃথিবীর সকল সম্পর্কের ঊর্ধ্বে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি-বিদেশি ষড়যন্ত্র জামায়াতের দায়িত্বশীলদের মোকাবেলা করতে হবে। অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামির প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়। দেশের আমানত তারা জামায়াতে ইসলামীকে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটিবাটি গুটিয়ে পালিয়েছে। দুর্নীতিবাজ সবাই পালিয়েছে। তাই বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী থামবে না। বিগত ১৫ বছর শত আঘাত ও নির্যাতন এই দলের উপর করা হয়েছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে সর্বদা কাজ করবে। নির্বাচনী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে নায়েবে আমির জনাব মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আঃরউফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাও. রেজাউল করিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবুর রহমান টুকু। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহাবুব হাসান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More