বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিতুদহ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বড়সলুয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তিতুদহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমােেনর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত। বিশেষ অতিথি ছিলেন, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগাঠনিক সম্পাদক মুহিত জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন থানা গণশিক্ষা বিষয়ক স¤পাদক ও সাবেক বৃহত্তর তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মাসুদ রানা, থানা ছাত্র বিষয়ক স¤পাদক রাকিবুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান শামীম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজনিন আক্তার মিতু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জালাল উদ্দিন, আনিস, বিএনপি নেতা আনারুল ইসলাম ছাড়াও ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ নেতাসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক তিতুদহ ইউনিয়ন যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ। এ সময় প্রধান অতিথি বলেন, বিএনপিকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে আমাদের সবাইকে শতর্ক থাকতে হবে।
পূর্ববর্তী পোস্ট
ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.