চুয়াডাঙ্গার যদুপুর-পারঘাটায় জমি জায়গা নিয়ে পুলিশের মারামারি : মুক্তিযোদ্ধাসহ আহত ৬ : গ্রেফতার-২

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার যদুপুর-পারঘাটায় পুলিশের উপস্থিতিতে জমিজমা মাফজোগের সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৬জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের দুইজনকে গ্রেফতার করেছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর-পারঘাটা গ্রামের হযরত আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী (বর্তমানে কুষ্টিয়ায় বসবাসরত) ও আজিজ খন্দকারের ছেলে আব্দুস সামাদের মধ্যে জমিজমার মাপজোপ নিয়ে এক বছর ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আসলাম পারভেজের উপস্থিতিতে বিরোধপূর্ণ ওই জমি মাপজোগ করা হয়। মাপজোগ শেষে আমিন খাতাকলে হিসাব নিকাশ করছিলেন। এসময় আব্দুস সামাদ (৬৫), তার দু’ছেলে রকিব (২৭) ও আকিব (২৫) কোনোকিছু বুঝে ওঠার আগেই লাঠিসোটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী (৭০) ও তার দু’ছেলে আব্বাচ আলী (৪৫) ও রফিকুল ইসলামকে (৩৫) পিটিয়ে রক্তাক্ত জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুক্ষণের মধ্যে বেগমপুর ক্যাম্প থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাটিচার্জ করে। এতে আব্দুস সামাদ ও তার দু’ছেলে রকিব এবং আকিব আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র নেয়া হয়। এ ঘটনায় পুলিশ আব্দুস সামাদ ও আব্বাচকে গ্রেফতার করেছে। বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আসলাম পারভেজ বলেন, পুলিশের উপস্থিতিতেই মুক্তিযোদ্ধার গায়ে হাত দেয়ার কারণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। একটি সূত্র জানিয়েছে, বিষয়টি উভয়পক্ষ আপস মিমাংসা করার প্রক্রিয়া চালাচ্ছিলো। কারণ উভয় উভয়ের আত্মীয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More