চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে সংবর্ধনা

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সঠিক সময়ে কৃষকদের কাছে সার সরবরাহ করতে সার ডিলারদের প্রতি আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনের সভা কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা এ সংবর্ধনা ও মতবিনিময়সভার আয়োজন করে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলহাজ মীর মহিউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, এ দেশের অর্ধেকের বেশি মানুষ কৃষি কাজ করে। তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে। সার ডিজেলের ঘাটতি থাকলে কৃষকগণ কৃষি উৎপাদন বাড়াতে পারবে না। ফলে একদিকে কৃষকগণ যেমন ক্ষতিগ্রস্ত হবে অপরদিকে দেশ পিছিয়ে যাবে। কৃষকরা এদেশের প্রাণ। সারের ঘাটতি যেন না হয় সেদিকে সার ডিলারদের খেয়াল রাখতে হবে। সঠিক সময়ে কৃষকদের হাতে সার পৌঁছে দিতে হবে। কৃষকগণ সার নিয়ে কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সে সকল ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরাফাত রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদ, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজি আকবার আলি মালিথা। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন।
অপরদিকে, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার সময় চুয়াডাঙ্গা চেম্বার ভবনের সমেম্মলন কক্ষে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা এ সংবর্ধনা প্রদান করেন। এ উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আলহাজ মীর মহি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্পাসারণ অফিসার আলমগীর হোসেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।
এছাড়া ও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজি আকবার আলি মালিথা। শেষে বিদায় উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More