স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বি.এম. তারেক-উজ-জামান। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশি গান পরিবেশন ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
চলতি মাসের ২২ জানুয়ারি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী ১৫০ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষিকা নুসরাত জাহান করবির সঞ্চায়লনায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ সুস্থ বিনোদন হচ্ছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয়া। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিলে নতুন জীবন গড়া সম্ভব হবে। মানসিক বিকাশের জন্য লেখাপড়া খেলা ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে। জিততে না পারা হেরে যাওয়া নয়। প্রতিযোগীতায় অংশ নেয়াটাই জিতে যাওয়া। প্রতিটা শিক্ষার্থীকে বিজ্ঞান মুখি হয়ে উঠতে হবে। ভালো লেখাপড়া করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষার্থীদের প্রতি। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। শিক্ষার্থীদের গল্পের মধ্যে নতুন কিছু খুঁজতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মুন্সি আবু সাইফ, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম ও নুসরাত জাহান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেসমিন আরা, প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ শহিদুল আলম প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.