স্টাফ রিপোর্টার: বেপরোয়া গতিতে রেস ও মাথাভাঙ্গা ব্রিজের উপর পার্কিং করে আড্ডা দেয়ার সময় ৪ টি মোটরসাইকেল আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলগুলো আটক করে থানায় নেয়া হয়। পরে রাতেই মুচলেকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যায় চালকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, প্রায় প্রতিদিনই রাত হলে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে শুরু হয় বেপরোয়া গতির মোটরসাইকেল রেস। এ সময় ভয়ঙ্কর উন্মাদনা দেখা যায় উঠতি বয়সী এ মোটরসাইকেল চালকদের মাঝে। মোটরসাইকেলের গতি আর বিকট শব্দে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে এ সময়। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে মেহেরপুরের দিক থেকে উচ্চ শব্দের দ্রুত গতিতে বেশ কয়েকটি মোটরসাইকেল রেস দিতে দিতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসে। পরে স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ব্রিজের উপর অভিযান চালান। অভিযানে ৪ টি মোটরসাইকেল আটক করে নেয়া হয় থানায়। পরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা নিয়ে রাতেই মোটরসাইকেল নিয়ে যায় চালকেরা।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে দ্রুত গতিতে মোটরসাইকেল রেসের অভিযোগ আসছিলো। আজ অভিযোগ আসার সাথে সাথে অভিযান চালিয়ে ৪ টি মোটরসাইকেল আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.