চুয়াডাঙ্গায় রাতের আঁধারে গরু চুরি, রেলপাড়া থেকে উদ্ধার; এক চোর আটক

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে রাতের আঁধারে গরু চুরির ঘটনা ঘটেছে। পরে গ্রামবাসীর তৎপরতায় চুয়াডাঙ্গা রেলপাড়া এলাকা থেকে চুরিকৃত গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন চোরকে আটক করেছে পুলিশ। অপর একজন পলাতক রয়েছে।

ভুক্তভোগী ইসা মল্লিকের ভাই মোঃ শুকুর আলী জানান, ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তাদের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। গরুটি মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা, দিনমজুর ইসা মল্লিকের। গরু চুরির বিষয়টি জানতে পেরে তিনি ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আত্মীয়-স্বজনের মাধ্যমে খবর পান, গরুটি চুয়াডাঙ্গা রেলপাড়া এলাকায় একটি বাড়িতে রাখা হয়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে চোরকে আটক করে এবং গরু উদ্ধার করে।

মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর ৭নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম জানান, চুরির খবর জানাজানি হলে গ্রামবাসী একত্রিত হয়ে মাঠ ও আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। পরে গ্রামবাসীর পক্ষ থেকে চারজন যুবককে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় পাঠানো হয়। তারা খুঁজতে খুঁজতে চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন একটি বাড়িতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখতে পান। সেখানে তল্লাশি চালিয়ে চুরিকৃত গরুটি উদ্ধার করা হয়।

পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি ছয়ঘড়িয়া পশ্চিমপাড়ার শাহজাহান এর ছেলে মোঃ সেকেন্দার আলী , তিনি চুয়াডাঙ্গা রেলপাড়ায় টুটু নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন। তবে তার সঙ্গে থাকা অপর একজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় গরুর মালিক ইসা মল্লিকের ভাই মোঃ শুকুর আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত গরুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক ও চুরিকৃত গরু উদ্ধার করে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More