জীবননগরের গোপালনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য সকলকে আহ্বান

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার গোপালনগর গ্রামে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় জীবননগর থানার আয়োজনে জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালনগর গ্রামে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)। ওপেন হাউজ ডে’তে উপস্থিত সাধারণ জনতা প্রধান অতিথির নিকট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, আত্মহত্যা, বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদক ও চোরাকারবারির সঙ্গে কোনো আপস নেই। চোরাকারবারি, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আতিকুর রহমান, জীবননগর থানা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, আগত সেবা প্রত্যাশী, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More