স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা: ঢাকার হাতিরঝিল থানায় দায়ের হওয়া একটি স্বর্ণ চুরি মামলায় চুয়াডাঙ্গা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা ও হাতিরঝিল থানা পুলিশের একটি যৌথ দল। গতকাল সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ার আব্দুল আজিজের ছেলে রহিম (২৬) এবং কুষ্টিয়া সদর থানা এলাকার জগতি গ্রামের মামুনুর রশিদের ছেলে আবদুল আল সাউদ প্রান্ত (২৬)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার হাতিরঝিল নিউ স্কাটন এলাকায় এক কানাডা প্রবাসীর বাসা থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার প্রেক্ষিতে হাতিরঝিল থানা পুলিশ প্রথমে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানা ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের যৌথ দল চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে রহিম ও প্রান্তকে গ্রেপ্তার করে।
ওসি খালেদুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত রহিমের কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে এবং প্রান্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৪ লাখ টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গ্রেপ্তারকৃত আবদুল আল সাউদ প্রান্ত একসময় চুয়াডাঙ্গায় থাকতেন এবং সেই সময় থেকেই তার সাথে রহিমের পরিচয় ছিল। এই পূর্ব পরিচয়কে কাজে লাগিয়ে তারা স্বর্ণ চুরির মতো এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সুযোগ পেয়েছিল।
গ্রেপ্তারকৃত দুই যুবককে গতকাল রাতেই ঢাকায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.