দর্শনা পৌর এলাকার উপশহরে ৪৬তম জামে মসজিদের উদ্বোধন

দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার ঈদগাহপাড়া সংলগ্ন উপশহরে দর্শনা পৌর এলাকার ৪৬তম জামে মসজিদের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার ফজরের নামাজের মাধ্যমে দর্শনা উপশহর দারুল ইসলাম জামে মসজিদের প্রথম জামায়াতে নামাজ শুরু হলেও মূলতঃ আনুষ্ঠানিকভাবে শুরু হয় জুময়ার নামাজের মাধ্যমে। মসজিদের উদ্বোধনী এই জুময়ায় আলোচনা ও জুময়ার খুৎবা প্রদান করেন জনপ্রিয় ইসলামী বক্তা ও বাংলাদেশ মাজলিসুল মুফাছসিরিনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবুজার গিফারী। শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদের সভাপতি মাহবুবুল ইসলাম খোকন, সাধারণ স¤পাদক দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজেল মাদরাসার ইংরাজী বিভাগের শিক্ষক মো. আবু জাফর। এ সময় আরো উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. আবুল হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি এফএ আলমগীর, হাজী আব্দুর রহমান, হাজী আলতাফ হোসেন প্রমুখ। উদ্বোধনী এই জুময়ায় পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে মুসল্লীরা যোগ দেয়ায় মসজিদে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীরা প্রধান সড়কে নামাজ আদায় করেন। উল্লেখ্য, দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী মৃত হাজী মোসাদ্দারুল ইসলাম ওরফে মছু মিয়া গত বছর ইন্তেকালের পূর্বে উক্ত মাসজিদের জন্য ৭ কাঠা জমি দান করে যান। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় ও দানশীল ব্যক্তিদের সহযোগীতায় বর্তমানে অস্থায়ী মসজিদ নির্মাণ করা হয়েছে, পরবর্তীতে বৃহৎ আকারে মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More