দামুড়হুদার ছুটিপুরে তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করলেন বিএনপির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ছুটিপুরে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপি অখ- শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ছুটিপুর দাসপাড়া রাধা গোবিন্দ মন্দির। গতকাল শনিবার রাতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন নতিপোতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সনাতন ধর্মালম্বীদের সার্বিক খোঁজ খবর নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা। এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আশাবুল হক, ২ নং ওয়ার্ডের সভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি শাহাজান আলী, বিএনপি নেতা আতিয়ার রহমান, ৩ নং ওয়ার্ডের সহসভাপতি মুকুল আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আলী, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা হারুন অর রশিদ মাস্টার, বিএনপি নেতা বদিউজ্জামান মাস্টার, ইউনিয়ন কৃষকদল নেতা আবুল হাশেম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম অংকিল, বাবলু রহমান, পারভেজ আলী, সুমন আলী, ছাত্রদল নেতা তাজওয়ার আহমেদ তাজ প্রমুখ।
এসময় নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন, ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনার-আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিগত অবৈধ ও অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন-শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো সে চেষ্টা চালাচ্ছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More