উইমেন্স চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় ম্যাচে আজ নারীদের লাল দল মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব ১৫ পুরুষ ক্রিকেট দলের। তবে এই ম্যাচে মোটেও সুবিধা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। বাজে ব্যাটিংয়ের কারণে অলআউট হয়েছেন ৯২ রান তুলতেই। ম্যাচটা তাদের হারতে হয়েছে ৮৭ রানে।
আজ শুরুতে ব্যাট করতে নামে অ-১৫ দল। রান তুলতে থাকে মন্থর গতিতে। যে কারণে পুরো ৫০ ওভার খেললেও তাদের রান উঠেছে মোটে ১৮১, ৮ উইকেটের বিনিময়ে।
দলটির হয়ে সর্বোচ্চ রান আসে বায়জিদের ব্যাট থেকে। তিনি ৪৬ রান করেছেন ৬৩ বল খেলে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন আলিফ, তিনি খেলেছেন ৮১ বল। নারী দলের সানজিদা ও সুমনা দুটি করে উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে নারীদের লাল দল শুরু থেকেই ছিল নড়বড়ে। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে। ইনিংস সর্বোচ্চ ২০ রান এসেছে নিগার সুলতানার ব্যাট থেকে। তানজিম, সুমাইয়া ও ঋতু করেন যথাক্রমে ১৬, ১৫ ও ১১ রান। আদিব নেন ৩টি উইকেট, ২টি করে উইকেট তুলে নেন আফ্রিদি ও জাহিন।
চ্যালেঞ্জ কাপের পরের ম্যাচে আগামী শুক্রবার আবার মাঠে নামবে অ-১৫ দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ হবে সবুজ দল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.