ঋতুপর্ণার গোলে শুরুতেই এগিয়ে গেল বাংলাদেশ

মিয়ানমারের বিপক্ষে আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে এশিয়ান কাপের রাস্তা পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। সেই ম্যাচে দারুণ শুরু পেল কোচ পিটার বাটলারের দল। এগিয়ে গেল ম্যাচের ১৯তম মিনিটেই।

ম্যাচের ১৮তম মিনিটে দারুণভাবে ড্রিবল করে মিয়ানমারের বক্সে ঢুকছিলেন শামসুন্নাহার। বক্সের একটু বাইরে তাকে ফাউল করা হয়। ফলে বাংলাদেশ পায় ফ্রি কিক।

সেখান থেকে শট নিতে আসেন ঋতুপর্ণা চাকমা। শুরুতে তার ফ্রি কিক লাগে মিয়ানমারের মানব-দেয়ালে। তবে ফিরতি সুযোগে তিনি আর কোনো ভুলচুক করেননি। দারুণ এক কোনাকুনি শটে মিয়ানমার গোলরক্ষককে ফাঁকি দেন। বলটা গিয়ে আছড়ে পড়ে মিয়ানমারের জালে।

নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, জিতেছিল ৭-০ গোলের বড় ব্যবধানে। সেই ম্যাচের পর এবার নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল। এই লড়াইয়ে বাহরাইন ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছেন কোচ পিটার বাটলার।

দুই দলই বাছাইপর্ব শুরু করেছে দুর্দান্ত জয়ে – মিয়ানমার তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে, আর বাংলাদেশ ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাহরাইনকে। ফলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচের ফলাফলই শেষ পর্যন্ত ঠিক করে দিতে পারে কারা যাবে মূল আসরে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More