এশিয়া কাপে দুবার ভারত-পাকিস্তান ম্যাচ

মাথাভাঙ্গা মনিটর: চলতি বছরের এশিয়া কাপ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে এসব সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে একটি সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ১৭ দিনের সূচি চূড়ান্ত করেছে। প্রাথমিক সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর। জানা গেছে, ভারতসহ সব অংশগ্রহণকারী দেশ নিজ নিজ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। ভারত আয়োজক হলেও টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত; এই ৬ দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি গ্রুপ পর্ব ও সুপার ফোর ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এর মানে দর্শকরা অন্তত দুইবার ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবেন। দ্বিতীয় ভারত-পাকিস্তান লড়াইটি হতে পারে ১৪ সেপ্টেম্বর। টুর্নামেন্টকে ঘিরে প্রচারণাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অফিসিয়াল ব্রডকাস্টার সনি সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করেছে। ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনায় ফলে অনিশ্চিত হয়ে পড়েছিলো এশিয়া কাপের আসর। পাকিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টগুলোতেও মুখোমুখি না হওয়ার কথা বলেছিলেন ভারতের কোনো কোনো ক্রিকেটার। তবে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক অগ্রগতি সবার (সম্প্রচারকারী, স্পনসর ও অন্যান্য স্টেকহোল্ডার) মাঝেই স্বস্তির ফিরিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে থাকা ভক্তদের চেহারায়ও খুশির রেখা স্পষ্ট হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More