মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ম্যান ইন গ্রিনরা। ওয়ানডে দলে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান থাকলেও টি-টোয়েন্টিতে বরাবরেই মতোই উপেক্ষিত থাকছেন এ দুজন। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ডাক পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান। শুক্রবার ঘোষিত ১৬ সদস্যের এই দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম ও পেসার শাহিন শাহ আফ্রিদি। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার হাসান নওয়াজ। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮, ১০ ও ১২ আগস্ট।
এর আগে ২৭ জুলাই রবিবার যুক্তরাষ্ট্রে পৌঁছাবে পাকিস্তান দল। সেখানে ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্কে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই সফরের সূচনা করবে পাকিস্তান। টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলি আগা। পেস আক্রমণে শক্তি যোগাতে দলে ফিরেছেন হারিস রউফ, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নবাজ, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.